সরকারি আইন অমান্য করা ও অধিক দামে তরমুজ বিক্রি করায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় তরমুজ ব্যবসায়ীসহ ১৬ জনকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্জয় মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এসময় উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে উপজেলার দুর্জয় মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে গণপরিবহনে যাত্রী বহন ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় এবং ফলের দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরমুজ বিক্রি করার অপরাধে তরমুজ ব্যবসায়ীসহ ১৬ জনকে মোট ৫০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।