
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
গতবছর প্রায় আট মাস বন্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে ১ নভেম্বর সর্বসাধারণের জন্য ফের উন্মুক্ত করে দেওয়া হয়। পাঁচ মাস চালু থাকার পর চলতি বছরের মার্চের শেষের দিকে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন শনাক্ত রোগী বাড়তে থাকায় ফের বন্ধের সিদ্ধান্ত নিলো সরকার।