Tuesday, 03 December, 2024

সর্বাধিক পঠিত

পুকুরে চুন প্রয়োগের সময়

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষপুকুরে চুন প্রয়োগের সময়

মাছ চাষে চুনের ভূমিকা রয়েছে। কিন্তু অনেক  সময় চুন প্রয়োগ পদ্ধতি নিয়ে সমস্যায় পড়তে হয়। পুকুরে চুন প্রয়োগের সময় নিয়ে জানতে চাই ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

পুকুরে চুন প্রয়োগের সময় নিয়ে জানতে চেয়েছেন ?

মাছ চাষে প্রায়শই চুন (Lime) দিতে হয়। তরকারিতে যেমন নুন (লবন) মাছ চাষে তেমনি চুন। মাছ চাষে জলজ পরিবেশে পানি ও মাটির গুনাগুন ঠিক রাখার কি একমাত্র উপকারী দিক চুন প্রয়োগ। ক্যালশিয়াম অক্সাইড অথবা পোড়া চুনকেই ‘চুন’ হিসাবে বলা হয়।

চুন সব সময় সকাল বেলা দেয়ায় ভাল সেক্ষেত্রে পানিতে বিদ্যামান গ্যাস অপসারন সহ অনেক কাজ করে।

এছাড়া চুন প্রয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাছ চাষে চুন প্রয়োগের প্রভাব লেখা টি পড়তে পারেন।

জনপ্রিয় লেখা