Tuesday, 03 December, 2024

সর্বাধিক পঠিত

তেলাপিয়া মাছের খাবার দেবার নিয়ম

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষতেলাপিয়া মাছের খাবার দেবার নিয়ম
মাছ চাষি asked 4 years ago

তেলাপিয়া মাছ খুব সহজে চাষ করা যায়। কিন্তু সমস্যা হল কোন সাইজের মাছ কে কি খাবার দিব বুঝতে পারি না। তেলাপিয়া মাছের খাবার দেবার নিয়ম নিয়ে জানতে চাই ?

3 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

তেলাপিয়া মাছের খাদ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে করতে না পারলে মাছ চাষে ক্ষতির সম্মুখিন হবেন। আসুন জেনে নেই তেলাপিয়ার খাবার ব্যবস্থাপনা

নার্সারি পুকুরে খাদ্য প্রয়োগ

সঠিক মাত্রায় খাদ্য প্রয়োগে খাদ্যের অপচয় এবং পুকুরের পানির নষ্ট হওয়া থেকে বাচায়। সম্পূরক খাদ্য হিসেবে ৩০-৩৫% প্রোটিন সমৃদ্ধ ভালমানের তেলাপিয়া নার্সারি ফিড (ভাসমান) নিমোক্ত হারে প্রয়োগ করতে হবে।

পালনকালপোনার ওজনখাদ্যের ধরণদৈনিক প্রয়োগ মাত্রা

(দেহ ওজনের শতকরা হার)

দৈনিক প্রয়োগ
১-৭ দিন০.১৩-১ গ্রামনার্সারি ফিড৩৫-৩০%৪ বার
৮-১৪ দিন২-৩ গ্রামনার্সারি ফিড৩০-২০%৩-৪ বার
১৫-২১ দিন৪-৫ গ্রামনার্সারি ফিড২০-১৫%৩-৪ বার

নার্সারি পুকুরে ২০-২১ দিন লালনের পর পোনার গড় ওজন হবে ৫ গ্রাম (প্রতি কেজিতে ২০০টি) যা চাষের পুকুরে মজুদ করতে হবে।

চাষের পুকুরে খাদ্য প্রয়োগ

পোনা মজুদের পরের দিন থেকে ২৮%-৩০% প্রোটিন সমৃদ্ধ ভালমানের ভাসমান খাদ্য প্রয়োগ করতে হবে। নিমোক্ত খাদ্য প্রয়োগের নিয়ম দেয়া হল।

পালনকালপোনার ওজনখাদ্যের ধরণদৈনিক প্রয়োগ মাত্রা

(দেহ ওজনের শতকরা হার)

দৈনিক প্রয়োগ
১-১৫ দিন৫-১৫ গ্রামস্টার্টার (ক্রাম্বল)২০-১৫%৩ বার
১৬-৩০ দিন১৫-৪০ গ্রামস্টার্টার (পিলেট)১০-৮%৩ বার
৩১-৬০ দিন৪০-১০০ গ্রামগ্রোয়ার৭-৫%২ বার
৬১-১০০ দিন১০০ গ্রাম এর বেশিফিনিসার৩-২%২ বার

বিস্তারিত জানতে পড়ুন তেলাপিয়ার মাছের ব্যবস্থাপনা 

Rasel answered 3 years ago

প্রতি টি ২.৫ গ্রাম ২২০০০ হাজার মাছের জন্য কতটুকু খাবার দিতে হবে

এগ্রোবিডি২৪ Staff answered 3 years ago

রাসেল আপনাকে ধন্যবাদ আমাদের কে প্রশ্ন করার জন্য।

আপনার তেলাপিয়া ২২০০০ হাজার পোনাকে  ১১ কেজি নার্সারী পাওডার খাবার দিনে ৩-৪ বার খাওয়াতে হবে।

হিসাবঃ প্রতি পিস তেলাপিয়ার ওজন  ২.৫ গ্রাম * ২২০০০ পিস = ৫৫০০০ গ্রাম এর ২০ শতাংশ।

তেলাপিয়া নিয়ে আরো –বিস্তারিত 

জনপ্রিয় লেখা