Saturday, 21 December, 2024

সর্বাধিক পঠিত

ছাদে লেবু চাষ পদ্ধতি নিয়ে জানতে চাই?

চাষির প্রশ্নছাদে লেবু চাষ পদ্ধতি নিয়ে জানতে চাই?
Md.Rafiqul islam asked 4 years ago

ছাদে লেবু চাষ কিভাবে করে। ছাদে লেবু চাষ পদ্ধতি নিয়ে জানতে চাই।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

ছাদে, উঠানে, কিংবা ঘরের বারান্দায় আপনি লেবু চাষ করতে পারেন। আপনি জানতে চেয়েছেন ছাদে কিভাবে লেবু চাষ করা যায়। ছাদে লেবু চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করার পুর্বে লেবুর জাত নিয়ে আপনার চিন্তা মানে আপনি কোন জাতের লেবু চাষ করতে চান নির্ধারন করতে হবে।
দেশে বাউ কাগজি লেবু-১, বাউ লেবু-২, (সেন্টেড এলাচি) এবং বাউ লেবু-৩ (সেমি সিডলেস) অন্যতম ।
লেবু চাষ করার জন্য সর্বোত্তম সময় হল বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত। এই সময় লেবু গাছ লাগালে অনেক ভাল ফলন পাওয়া যায়।
লেবু চাষ করার জন্য লেবুর টবে সাধারণত হালকা দোআঁশ ও অম্লীয় মাটি নির্বাচন করা উচিত।
নিকটস্থ নার্সারী থেকে ভালো জাতের চারা সংগ্রহ করতে হবে।
লেবু চাষের জন্য বিভিন্ন ধরণের সার কে একত্রে মিশিয়ে টব বা পাত্রে ভরে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১০ থেকে ১২ দিন। নিয়মিত লেবু চাষের ক্ষেত্রে আপনি লেবু গাছের গোড়ায় বাড়িতে তৈরি জৈব সার দিতে পারেন।
লেবু গাছে পানি খুব কম প্রয়োজন হয়। লেবু গাছে পানি দেওয়ার ক্ষেত্রে সঠিক মাপে পানি দিতে হবে।
লক্ষ রাখতে হবে গোড়ায় পানি জমে যেন স্যাঁতস্যাঁতে না হয়। লেবু গাছ কে সঠিক ভাবে বাড়তে দিতে হলে এর ডালপালা ছাটাই করতে হবে। গাছের মরা ও শুকনা ডালপালা কেটে গাছকে পরিষ্কার রাখতে হবে।
 

জনপ্রিয় লেখা