Saturday, 23 November, 2024

সর্বাধিক পঠিত

ছাগলের পি পি আর রোগের লক্ষন ও করনীয়।

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনছাগলের পি পি আর রোগের লক্ষন ও করনীয়।
জলীল মন্ডল asked 3 years ago

পি পি আর ইহা ভাইরাসজনিক একটি মারাত্মক সংক্রামক রোগ। সকল বয়সের ছাগল-ভেড়া এ রোগে আক্রান্ত হয় এবং আমাদের দেশে ছাগলের এ রোগ যথেষ্ট হয়ে থাকে। ছাগলের পি পি আর রোগের লক্ষন ও করনীয় কি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 3 years ago

ছাগলের পি পি আর রোগের লক্ষন ও করনীয় কি নিয়ে জানতে চেয়েছেন। আসুন আলোচনা করা যাক ছাগলের পি পি আর রোগ নিয়ে-
পি পি আর ইহা ভাইরাসজনিক একটি মারাত্মক সংক্রামক রোগ। সকল বয়সের ছাগল-ভেড়া এ রোগে আক্রান্ত হয় এবং আমাদের দেশে ছাগলের এ রোগ যথেষ্ট হয়ে থাকে।
 
পি পি আর রোগের লক্ষণঃ
আক্রান্ত ছাগলের অবসাদ, ক্ষুদামন্দা হয়। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। মুখে ক্ষত হয় এবং নাক দিয়ে প্রচুর শ্লেম্মা বের হয়। শ্বাস-প্রশ্বাস কষ্টকর ও দুর্গন্ধযুক্ত হয়। তীব্র ডায়েরিয়া দেখা দেয় এবং মৃত্যু ঘটে।
 
পি পি আর রোগের করণীয়ঃ
অসুস্থ পশুকে দ্রুত সুস্থ পশুকে আলাদা করতে হবে। বাসস্থান পরিস্কার রাখতে হবে। ভাইরাসজনিত রোগ হওয়ার এ রোগের কোন সফল চিকিৎসা নেই। সুস্থ পশুকে নিয়মিত টিকা দিয়ে এ রোগ প্রতিরোধ করা যায়।
 
পি পি আর রোগের চিকিৎসাঃ
প্রকৃত চিকিৎসা না থাকলেও সহায়ক চিকিৎসা হিসাবে এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিনিক এবং প্রয়োজনে স্যালাইন ব্যবহার করে ফল পাওয়া যেতে পারে।
পি পি আর রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে নেয়া উচিত ।
 

জনপ্রিয় লেখা