Tuesday, 21 January, 2025

সর্বাধিক পঠিত

সাপে কামড়ালে করনীয়

সাপে কাটার প্রাথমিক চিকিৎসা কি ? সাপে কামড়ালে করনীয় কি?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

সাপে কাটার প্রাথমিক চিকিৎসা কি ? সাপে কামড়ালে করনীয় কি?
সাপের দংশনের শিকার হলে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শ অনুযায়ী যা করণীয় তা হল:

  1. শান্ত থাকুন এবং অতিদ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন
  2. শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা কম সম্ভব নড়াচড়া করুন।
  3. ঘড়ি বা অলঙ্কার পড়ে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের বাঁধ ঢিলে করুন, তবে খুলবেন না।

নিম্নবর্তী কোনো পদক্ষেপ নেয়ার চেষ্টা করবেন না:

  1. কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা
  2. কামড়ের স্থান আরো কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করা
  3. বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক কামড়ের স্থানে প্রয়োগ করা
  4. আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া
  5. কামড়ের স্থানের গিঁটের কাছে শক্ত করে বাঁধা। এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হতে পারেন।

বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত। এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিৎ, কারণ সদ্যমৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখন তা দংশন পারে।

জনপ্রিয় লেখা