1 Answers
পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের নাম বেলচারস সী স্নেক। ‘ভেনামাস/ বিষাক্ত’ প্রাণিকূলে সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো বেলচারস সী স্নেক। অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের জলে এদের দেখতে পাওয়া যায়।
এ ছাড়া পৃথিবীর বা বিশ্বের সব থেকে ১০ টি বিষধর সাপ হচ্ছে।
- বেলচারস সী স্নেক।
- ইনল্যান্ড টাইপান, টাইপান সাপের মধ্যে এই ইনল্যান্ড টাইপান্ড আরেকটি জাত।
- ব্লু ক্রিট সাপ।
- টাইপান সাপ, টাইপানের এক কামড়ে ১২ হাজার গিনিপিগের মৃত্যুর মত যথেষ্ট বিষ থাকে।
- ব্ল্যাক মামবা, আফ্রিকার বিভিন্ন দেশে ব্ল্যাক বামবা নামক ভয়ঙ্কর এই সাপের দেখা মেলে।
- টাইগার স্নেক ।
- ফিলিপাইনন্স কোবরা সাপ ।
- ভাইপারস সাপ ।
- ডেথ এডার সাপ বিষের দিক থেকে নবম স্থানে রয়েছে।
- র্যাটল স্নেক ।