Friday, 01 August, 2025

পুরুষ শোল মাছ চেনার উপায় কি ?

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষপুরুষ শোল মাছ চেনার উপায় কি ?
বাবুল asked 4 years ago

শোল মাছের প্রজনন করাতে চাই। পুরুষ শোল মাছ চেনার উপায় কি ?

1 Answers

শোল মাছ সাধারণত প্রায় এক থেকে দেড় বছর বয়সে প্রজননের জন্য উপযুক্ত হয়ে উঠে, সাধারণত ইংরেজী মে মাস থেকে শোল মাছের প্রজনন কাল শুরু হয়। ছোট অবস্থায় শোল মাছ চেনা কঠিন।

আসুন দেখে নেয়া যাক কিভাবে পুরুষ শোল মাছ চিনবেন ?

পুরুষ শোল মাছ চেনার উপায়

শোল স্ত্রী মাছ দৈহিক ভাবে পুরুষ শোল মাছ অপেক্ষা বড় হয়ে থাকে। পুরুষ শোল মাছের পৃষ্ঠ পাখনা খাস কাঁটা থাকে আর স্ত্রী মাছের পৃষ্ঠ পাখনা ঢেউ এর মত থাকে।

স্ত্রী শোল মাছের যৌনাংগ কিছুটা ফুলে থাকে, অপরদিকে পুরুষ মাছের যৌনাংগ কিছুটা ভিতরের দিকে থাকে। স্ত্রী মাছের যৌনাংগ কিছুটা গোলাকার হয়, এ ছাড়া পুরুষ মাছের যৌনাংগ কিছুটা লম্বাটে হয়।

পুরুষ শোল মাছ চেনার উপায়

ঘাসের গোড়ার নরম অংশ স্ত্রী মাছের যৌনাংগে প্রবেশ করাতে চাইলে সহজেই প্রবেশ করবে, অপরদিকে পুরুষ মাছের যৌনাংগ ঘাসের গুড়ার নরম অংশ প্রবেশ করাতে চাইলে আটকে যাবে।

শোল মাছ

শোল মাছ চেনার ক্ষেত্রে এই ব্যাপার গুলো ফলো করলে সহজেই পুরুষ ও স্ত্রী ব্রুড মাছ আপনারা বাছাই করতে পারবেন।

জনপ্রিয় লেখা