ছাগলেকে কুকুর কামড়ালে করনীয় কি ?
সব কুকুর কামড়ালেই কিন্ত জলাতংক হয় না। যদি জলাতংক জীবানু বহন কারি কুকুর কামড়ায় সেই ক্ষেত্রে জলাতংক হতে পারে।
সন্দেহভাজন প্রাণী কামড়ানো বা আঁচড়ানোর সাথে সাথে ক্ষতস্থানটি ১০-২০ মিনিট ধরে ক্ষার জাতীয় সাবান বা কাপড় কাচার সাবান ও প্রবহমান পানি দিয়ে ধুয়ে ফেলার পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এরপর ক্লোরহেক্সিডিন বা পোভিডোন আয়োডিন দিয়ে ক্ষতস্থানটিকে ভালো করে ওয়াশ করতে হবে।
এরপর দ্রুত পশু চিকিৎসক এর সাথে পরামর্শ করে চিকিৎসা দিতে হবে।