1 Answers
গুইসাপ কামড় দিলে কি হয়?
গুই সাপ বা গোসাপ, (ইংরেজি: Monitor Lizard) কোনো সাপ নয়; এটি বড়সড় টিকটিকির মতো দেখতে কিন্তু সাপের মতো দ্বিখণ্ডিত জিভসম্পন্ন প্রাণী।
গুইসাপ বিষ নাই এমন প্রজাতির সাপ। তবে গুইসাপ কামড় দিলে ইনফেকশন হতে পারে। গুইসাপ কামড় দিলে বেশি করে পানি দিন। এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে ডাক্তার দেখান।