Tuesday, 05 November, 2024

সর্বাধিক পঠিত

গরুর কৃত্রিম প্রজনন কী?

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনগরুর কৃত্রিম প্রজনন কী?
Ziaur asked 3 years ago

গরুর কৃত্রিম প্রজনন কী? এর পদ্ধতিগুলো কি কি?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 3 years ago

গরুর কৃত্রিম প্রজনন কী? এর পদ্ধতিগুলো কি কি?
গরুর কৃত্রিম প্রজনন: ষাঁড়ের বীজ সংগ্রহ করে নির্দিষ্ট কয়েকটি পদ্ধতির মাধ্যমে গাভীর প্রজনন অঙ্গে স্থাপন করাকে কৃত্রিম প্রজনন বলে।

কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহারের জন্য উন্নত ষাঁড়ের শুক্রাণু ব্যবহার ও সুস্থ গাভীর প্রজনন অঙ্গে স্থাপন করতে পারলে বছরে বাচ্চা উৎপাদন দু’লক্ষেরও বেশি পাওয়া সম্ভব।

সাধারণত ষাঁড়ের বীজ সংগ্রহ করে নির্দিষ্ট কয়েকটি পদ্ধতির মাধ্যমে গাভীর প্রজনন অঙ্গে স্থাপন করাকে কৃত্রিম প্রজনন বলে। একটি ষাঁড়ের বীজ থেকে প্রতি বছর ৬০ থেকে ৮০টি গাভীর প্রজনন করানো সম্ভব। কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে ৫,০০০ থেকে ১০,০০০ গাভী প্রজনন করানো যায়।

স্বাভাবিকভাবে একটি ষাঁড়ের সর্বমোট ৭০০ থেকে ৯০০টি বাছুর প্রসবে ভূমিকা রাখতে পারে। কৃত্রিম প্রজননের মাধ্যমে অনেকাংশে সংক্রামক ব্যাধি রোধ করা যায় এবং গাভী ষাঁড়ের দ্বারা আঘাত প্রাপ্ত হয় না।

কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশী গাভী থেকে উন্নত জাতের বাচ্চা জন্ম দেওয়ার যায় । গাভীর দুধ বৃদ্ধিকরনের জণ্য জনসাধারনকে পরামশ দেওয়া ।

জনপ্রিয় লেখা