প্রানীর শরীরে শক্তি যোগান দেয় খাদ্য। বিভিন্ন ভাবে প্রানী খাদ্য গ্রহন করে। খাদ্য কাকে বলে ? খাদ্যের উপাদান কয়টি ও কি কি ?
খাদ্য কাকে বলেঃ
যে সব খাবার বা আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের শক্তি উৎপাদন, ক্ষয়পূরন হয়, দেহ গঠনে এবং জীবনকে বজায় রাখে তাকেই খাদ্য বলে।
খাদ্য হলো, পুষ্টিগুণযুক্ত কোনও পদার্থ যা মানুষ বা প্রাণীরা খায় বা পান করে বা গাছপালা জীবন ও বৃদ্ধি বজায় রাখার জন্য শোষণ করে।
খাদ্যের উপাদান কি কি?
খাদ্যের পুষ্টি উপাদান রয়েছে ৬টি: ভিটামিন,খনিজ লবণ, শর্করা, আমিষ, চর্বি ও পানি।