Thursday, 02 January, 2025

সর্বাধিক পঠিত

সবুজ সার কি?

চাষির প্রশ্নসবুজ সার কি?
Royel asked 4 years ago
1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

সবুজ সার বলতে কি বুঝায়? উদ্ভিদকে সবুজ অবস্থায় চাষ দিয়ে মাটির সঙ্গে মেশানোর ফলে পচে যে জৈব সার উৎপন্ন হয় তাকে সবুজ সার বলে।
মাটির উর্বরতা বাড়াতে কৃষকরা সবুজ সার ব্যবহার করে। কচি অবস্থায় যেসব গাছের কাণ্ড ও পাতা রসালো হয়, শিকড় মাটির গভীরে প্রবেশ করে এবং মূলে গুটি হয়, সেসব গাছই সবুজ সার হিসেবে ব্যবহার করা হয়। যেমন—ধৈঞ্চা, শণ, বরবটি, শিম, খেসারি, মুগ, মাষকলাই, ছোলা প্রভৃতি।

সবুজ সার হিসেবে ধৈঞ্চার উৎপাদন প্রযুক্তি

ধইঞ্চা গাছ বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করে এসব নডিউলে জমা রাখে। এ জন্য ধইঞ্চা গাছ মাটিতে মিশিয়ে দিলে সেই জমিতে ইউরিয়া সারের অভাব দূর হয়।

এ ছাড়া ধইঞ্চা গাছের সবুজ পাতা ও কাণ্ড মাটিতে পচে জৈব সারের ঘাটতি পূরণ করে। এ জন্য এটাকে সবুজ সার হিসেবে গণ্য করা হয়।

জনপ্রিয় লেখা