Tuesday, 30 September, 2025

ভারতীয় ও মায়ানমারের মাছ চিনবেন কি করে?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যভারতীয় ও মায়ানমারের মাছ চিনবেন কি করে?
শমসের asked 2 years ago

ভারত ও মায়ানমার থেকে অনেক মাছ আমদানী করা হয়। এ সব মাছে রয়েছে রুই, কাতল, মৃগেল এবং বাইম ও বোয়াল মাছ। প্রশ্ন হলে ভারতীয় ও মায়ানমারের মাছ চিনবেন কি করে? 

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 2 years ago

ভারতীয় ও মায়ানমারের মাছ চিনবেন কি করে?

ঢাকায় একবার ভারতীয় মাছ পৌঁছানোর পর এসব মাছ ছড়িয়ে পড়ে বিভিন্ন বাজারে। কিন্তু তখন রুই-কাতল-বোয়ালের মতো মাছগুলো যে ভারত কিংবা মিয়ানমার থেকে আনা সেটা আর বোঝার উপায় থাকে না।
অনেক ক্রেতাও বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে আসা মাছ চিনতে পারেন না।

সাধারণভাবে বিদেশি সামুদ্রিক মাছ আলাদা করে চেনা বেশ কঠিন। তবে বিক্রেতারা বলছেন রুই, বোয়াল, কাতল, আইড়সহ এ ধরনের মাছগুলো খালি চোখে চেনা সম্ভব।

খালেক মণ্ডল নামে একজন বিক্রেতা জানাচ্ছেন, দেশি মাছের রং সাধারণত উজ্জ্বল থাকে। তিনি বলেন,

“দেশি মাছের কালার একটু লালচে হয়, উজ্জ্বল হয়। মাছটাও টাটকা থাকে। তুলনায় ইন্ডিয়ান বা বিদেশি মাছ টাটকা হয় না। এটার গায়ের রং কাৰলো হয়। মাছটা বরফে থাকে, দুই/তিন দিন সময় লাগে আসতে সেজন্য এর কালারটা একটু ডিসকালার হয়ে যায়।”

এছাড়া আরেকজন বিক্রেতা জানালেন, বোয়াল মাছের ক্ষেত্রে বাংলাদেশেরটা একটু হলুদ রঙের হয়। আর ভারতেরটা হয় সাদা, ফ্যাকাশে।

জনপ্রিয় লেখা