Wednesday, 08 January, 2025

সর্বাধিক পঠিত

বিষাক্ত সাপের নাম

চাষির প্রশ্নবিষাক্ত সাপের নাম
Kbd Khairul Islam asked 4 years ago

পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের নাম কি? বিশ্বের সব থেকে বিষধর দশটি সাপের নাম কি?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের নাম বেলচারস সী স্নেক। ‘ভেনামাস/ বিষাক্ত’ প্রাণিকূলে সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো বেলচারস সী স্নেক। অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের জলে এদের দেখতে পাওয়া যায়। 
এ ছাড়া পৃথিবীর বা বিশ্বের সব থেকে ১০ টি বিষধর সাপ হচ্ছে।

  1. বেলচারস সী স্নেক।
  2. ইনল্যান্ড টাইপান, টাইপান সাপের মধ্যে এই ইনল্যান্ড টাইপান্ড আরেকটি জাত।
  3. ব্লু ক্রিট সাপ।
  4. টাইপান সাপ, টাইপানের এক কামড়ে ১২ হাজার গিনিপিগের মৃত্যুর মত যথেষ্ট বিষ থাকে।
  5. ব্ল্যাক মামবা, আফ্রিকার বিভিন্ন দেশে ব্ল্যাক বামবা নামক ভয়ঙ্কর এই সাপের দেখা মেলে।
  6. টাইগার স্নেক ।
  7. ফিলিপাইনন্স কোবরা সাপ ।
  8. ভাইপারস সাপ ।
  9. ডেথ এডার সাপ বিষের দিক থেকে নবম স্থানে রয়েছে।
  10. র‌্যাটল স্নেক ।

জনপ্রিয় লেখা