Thursday, 02 January, 2025

সর্বাধিক পঠিত

ছাদে ফুলের বাগান নিয়ে সহজ পদ্ধতি জানতে চাই

চাষির প্রশ্নছাদে ফুলের বাগান নিয়ে সহজ পদ্ধতি জানতে চাই
Shima asked 4 years ago

ছাদে ফুলের বাগান তৈরির সহজ পদ্ধতি সমন্ধে জানতে চাই।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

আপনি জানতে চেয়েছে ছাদে ফুলের বাগান কিভাবে করবেন? ফুলের বাগান করার ক্ষেত্রে কিছু বিষয় খুব গুরত্ব দিয়ে খেয়াল রাখতে হয়। যেমনঃ জায়গা নির্বাচন; রোদ্র উজ্জ্বল জায়গা নিবার্চন করতে হবে। সেটা ছাদ কিংবা আপনার প্রিয় ব্যালকনিও হতে পারে। টব নির্বাচন; ফুল গাছের জন্য ৮-১৬ ইঞ্চি বা মাঝারি আকারের টব নিলেই চলবে।
ফুল গাছের জন্যে মাটি তৈরি;দোঁ-আঁশ মাটিতেই ফুল বা ফলের গাছ সব চেয়ে ভালো হয়। গাছ লাগানোর আগে মাটিতে কম্পোস্ট সার বা পচা গোবর সার দিতে হবে। বিশেষ করে টবের ২-৩ সেঃ মিঃ উপরের দিকে এবং মাটি অবশ্যই ঝুরঝুরে করে নিতে হবে।  
ফুলের চারা গাছ; খেয়াল করুন চারা গাছটি সুস্থ সবল কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চারা গাছ বাছাই করা।
ফুলের গাছের যত্নঃ গাছে নিয়মিত প্রতিদিন পানি দিতে হবে।গাছে সার দিতে হবে খুব সাবধানে কারণ একটু এদিক ওদিক হলেই গাছ মারা যেতে পারে। 
পোকা মাকড় থেকে সুরক্ষা; ফুল গাছে যদি কোনো পোকা মাকরের উপদ্রব হয় তাহলে আক্রান্ত পাতা, ফুল বা ডাল কেটে ফেলতে হবে। সম্পূর্ণ গাছে সাবান পানি স্প্রে করতে হবে। তাহলে অনেকটা পোকা মাকড় থেকে রেহাই পাওয়া যাবে।

জনপ্রিয় লেখা