Tuesday, 24 December, 2024

সর্বাধিক পঠিত

কোন কোম্পানীর তেলাপিয়া ভাল

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষকোন কোম্পানীর তেলাপিয়া ভাল

ব্র্যাক, সিপি, কোয়ালিটি, আফতাব, মেগা ও অনেক কম্পানীর মনোসেক্স তেলাপিয়া বাজারে পাওয়া যায় ? কোন কোম্পানীর তেলাপিয়া সবচেয়ে  ভাল এবং দ্রুত বাড়ে। তেলাপিয়া চাষে লাভবান হওয়া যায়।

1 Answers

সবথেকে গুরত্বপূর্ন হলো আপনাকে জানতে হবে মনোসেক্স তেলাপিয়া কি ? কিভাবে বুঝবেন মনোসেক্স তেলাপিয়া ভাল ?

মনোসেক্স তেলাপিয়া মাছ চেনার উপায় কি?  

অনেকেরই ধারনা যে, মনোসেক্স তেলাপিয়া বোধহয় একটা বিশেষ জাতের তেলাপিয়া।আসলে এটা হচ্ছে “গিফট” (GIFT= Genetically Improoved Farm Telapia) নামের তেলাপিয়া।

মৎস্য বিজ্ঞানীরা পর্যবেক্ষণে দেখেছেন যে, একই খাবারে একই সময়ে স্ত্রী তেলাপিয়ার চাইতে পুরুষ তেলাপিয়া বেশী বাড়ে এই চিন্তাকে পুঁজি করেই হরমোন খাইয়ে তেলাপিয়াকে বাহ্যিকভাবে পুরুষে রুপান্তরিত করা হয়; যেহেতু তেলাপিয়াকে একই লিঙ্গবিশিষ্ট (পুরুষ) রুপান্তরিত করা হয় সেই জন্যই ইংরাজীতে “Mono sex Telapia” বলা হয়।
তবে ৫-৮ গ্রাম সাইজের পোনার থুতনির বর্ণ দেখে বুঝা যায়! যেটার থুতনি “হলুদ”-সেইটা স্ত্রী, যেটার থুতনি ধুসর/নীলচে-ধুসর -সেইটা পুরুষ!

মনোসেক্স তেলাপিয়া
মনোসেক্স তেলাপিয়া

যে হরমোন খাওয়ানোর ফলে তেলাপিয়া মনোসেক্স হয় এবং যে মা মাছ থেকে তেলাপিয়ার পোনা হয় এর উপর নির্ভর করে মনোসেক্স তেলাপিয়া কেমন হবে।

মনোসেক্স তেলাপিয়া মানেই কিন্তু গিফট তেলাপিয়া না।  তেলাপিয়া আলফা মিথাইল টেস্টেটেরন হরমোন ট্রিট্মেন্ট দেয়ার পর মনোসেক্স তেলাপিয়া করানো হয়।

যে কোম্পানির মা মাছ, ব্যবস্থাপনা এবং হরমোন ট্রিট্মেন্ট এর ব্যবহার দক্ষ কর্মি দ্বারা নিয়ন্ত্রিত সে কোম্পানির মনোসেক্স তেলাপিয়া ভাল। সে ক্ষেত্রে আপনাকে ব্রান্ডের উপর ও ভরসা রাখতে হবে। লোকাল পোনা ক্রয় করা থেকে বিরত থাকুন।

জনপ্রিয় লেখা