Thursday, 02 January, 2025

সর্বাধিক পঠিত

অর্জুন গাছের গুনাগুন

চাষির প্রশ্নঅর্জুন গাছের গুনাগুন

অর্জুন গাছের উপকারীতা বা উপকারী দিক কি?     

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

অর্জুন গাছের উপকারীতা বা উপকারী দিক :
হৃদরোগ উপশমে অর্জুন ছাল ব্যবহৃত হয়। রক্তে নিম্নচাপ থাকলে অর্জুনের ছালের রস সেবনে উপকার হয়। রক্তক্ষরণে ৫-৬ গ্রাম ছাল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেকে পানি খেলে আরোগ্য হয়।
শ্বেত বা রক্ত প্রদরে অর্জুন ছাল ভিজানো পানি আধ চামট কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে রোগের উপশম হয়।
অর্জুন ছাল মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটি মাড়ির রক্তপাত বন্ধ করে।
অর্জুন ছাল সংকোচন ও জ্বর রোধক হিসেবেও কাজ করে। এছাড়া চর্ম ও যৌন রোগে অর্জুন ব্যবহুত হয়।
অর্জুন খাদ্য হজম ক্ষমতা বাড়ায়। খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক স্বাভাবিক রাখতে সাহায্য করে।

জনপ্রিয় লেখা