Thursday, 23 October, 2025

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত


মাছের উৎপাদন বৃদ্ধি এবং হ্রদে কার্প জাতীয় মাছের আধিক্য বাড়াতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২ মে) সকালে বিএফডিসির ফিশারিঘাটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. আবদুল লতিফ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), রাঙামাটির ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সার ডিলারদের অনিয়ম: প্রায় ২৫% লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত

সার খোলাবাজারে বিক্রি, মজুত করে কৃত্রিম সংকট তৈরি করাসহ নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত সার ডিলারদের লাইসেন্স বাতিল এবং কালো তালিকাভুক্ত Read more

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় ফাঁকা সাগরে ভারতীয় জেলেদের অবাধ বিচরণ ও দস্যুতা
নৌবাহিনী বা কোস্টগার্ডের হাতে বাংলাদেশের জলসীমা থেকে আটক হওয়া ভারতীয় জেলেদের ট্রলারের ছবি।

প্রজনন মৌসুমে বাংলাদেশের জলসীমায় ইলিশ শিকার বন্ধ থাকলেও, ভিন্ন নিষেধাজ্ঞার সুযোগে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, দস্যুতা ও সম্পদ লুণ্ঠন। মা ইলিশের Read more

জানা গেছে, রাঙামাটি কাপ্তাই হ্রদে প্রাকৃতিক প্রজননের পাশাপাশি কার্প জাতীয় মাঝের উৎপদান বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি বিএফডিসি’র নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত মোট ৫০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে। আজ রবিবার ২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘জীবিকার কারণে জেলেদের মাছ আহরণ করতে হতো নিষেধাজ্ঞার সময়টাতেও কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বেকার হয়ে পড়া জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে।’

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছ কমে যাওয়ার কারণে এ বছর আমরা কার্পজাতীয় মাছের পোনা বেশি অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’

অনুষ্ঠানে ১০ জন জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণের মধ্য দিয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং নিষিদ্ধ জাল পোড়ানো হয়।

0 comments on “কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ