Monday, 07 July, 2025

সর্বাধিক পঠিত

স্বাস্থ্যবিধি মেনে হাবিপ্রবিতে স্বশরীরে পরীক্ষা শুরু


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার (১৩ জুন) সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগ ও ১১টায় ডিভিএম অনুষদের ১৬ ব্যাচের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু করল বিশ্ববিদ্যালয়টি।

শিক্ষার্থীরা দীর্ঘ সময় পর স্বশরীরে পরীক্ষা দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, মাত্র দুটি ব্যবহারিক পরীক্ষা ও প্রজেক্টের জন্য অনার্সের সার্টিফিকেট ঝুলে আছে। যেকোনো মূল্যে পরীক্ষাগুলো দিয়ে দিতে চাই। কারণ, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক চাকরির সার্কুলার চলে যাচ্ছে। আমার বিভাগের সম্মানিত স্যার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই সশরীরে পরীক্ষা কার্যক্রম চালু করায়।

আরো পড়ুন
বর্ষার মাঝেও বাজারে ইলিশের টান, দাম ছুঁয়েছে আকাশচুম্বী

বর্ষার ভরা মৌসুমেও বাজারে ইলিশের দেখা মিলছে না বললেই চলে। দক্ষিণাঞ্চলের মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় এবং যা পাওয়া Read more

একদিন বয়সী মুরগির বাচ্চার দামে রেকর্ড পতন: অস্তিত্ব সংকটে ছোট ও মাঝারি হ্যাচারি

দেশের পোল্ট্রি শিল্পে অস্থিরতা নতুন নয়। তবে, সম্প্রতি একদিন বয়সী ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার (ডিওসি) দামে নজিরবিহীন পতন দেখা Read more

নাম প্রকাশে অনিচ্ছুক ডিভিএম অনুষদের এক শিক্ষার্থী জানান, আমরা দীর্ঘ আন্দোলন করে পরীক্ষায় বসতে পেরেছি বলে ভালো লাগছে। তবে করোনার প্রকোপ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কিছুটা ভয় কাজ করছে।

হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, আমরা লক্ষ্য করছি অনেক শিক্ষার্থী মাস্ক ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যা সত্যিই দুঃখজনক। আমরা দুই-একদিনের মধ্যেই হাবিপ্রবির স্কাউট টিমের মাধ্যমে মাস্ক পড়ার ব্যাপারে সকলকে উৎসাহিত করবো। এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিক্যাল টিম গঠন করা হচ্ছে।

গত ২৪ মে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে হাবিপ্রবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গত ৩১ মে ডিনদের সভার সিদ্ধান্ত মোতাবেক ১০ তারিখ থেকে পরীক্ষা নিতে অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

0 comments on “স্বাস্থ্যবিধি মেনে হাবিপ্রবিতে স্বশরীরে পরীক্ষা শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ