সুন্দরবনের চুনকুড়ি নদীতে অভিযান চালিয়ে অবৈধ নেট জাল ও রশি জব্দ করেছে বনবিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড।
শুক্রবার (২৫ জুন) সকালে চুনকুড়ি নদীর কয়েক কিলোমিটার এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়।
বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘সুন্দরবনের চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে ৯৭ হাজার মিটার অবৈধ নেট জাল ও চার হাজার ৮৭০ কেজির রশি জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে স্থানীয় জেলেদের অভিযোগ, সুন্দরবনে প্রবেশের পাস দেয়া বন্ধ থাকায়, নদীতে না যেয়ে জাল নৌকায় রাখা হয়েছিল। সেখান থেকে জাল নিয়ে এসে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।