![](https://i0.wp.com/agrobd24.com/wp-content/uploads/2021/06/hhh.jpg?resize=600%2C300&ssl=1)
বরগুনায় বেড়িবাঁধের ভাঙন রোধ ও পাখ-পাখালির অভয়ারণ্য তৈরির লক্ষ্যে এক লাখ খেজুরের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বেলা ১১টায় সদর উপজেলার গোলবুনিয়া এলাকায় নবনির্মিত বেড়িবাঁধে এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। বরগুনা প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
এসময় বরগুনার পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিপন সাহা এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল জানান, গত একমাস ধরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এক লাখ খেজুরের বীজ সংগ্রহ করা হয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় বিভিন্ন বেড়িবাঁধে এসব বীজ বপন করা হবে।
বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ বলেন, আমাদের অসচেতনতার কারণে দিন দিন উপকারী বৃক্ষ খেজুর গাছ বিলুপ্ত হতে বসেছে এতে হুমকির মুখে পড়েছে শতেক প্রজাতির পাখ-পাখালি। নদী ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে উপকূলীয় বেড়িবাঁধ। তাই দেশীয় প্রজাতির উপকূল বান্ধব বৃক্ষ তাল এবং খেজুর গাছের প্রয়োজনীয়তা এখন জরুরি হয়ে পড়েছে।
বরগুনা প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়নে অন্যান্য সামাজিক সংগঠনের মধ্যে রয়েছে লোক বেতার, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি, জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি, পরিবেশ আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, জাগো নারী, সিবিডিপি, রোভার স্কাউট, এসএসসি ব্যাচ ৮৫ এবং বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম।
এ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফেজ এবং বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।