বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগের সাথে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিভিন্ন সমস্যা, করোনার প্রকোপ, বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন কাজ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস জানানো হয়।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ. কে. এম. জাকির হোসেন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. রিজওয়ানুল হক, সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ন কবীর এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।