Friday, 09 January, 2026

সৌদি আরবের মরুর সাম্মাম ফল এখন বাংলাদেশে


সাম্মাম ফলের বাগান

এগ্রোবিডিঃ ফলটিকে আরবিতে অনেক দেশে বলে সাম্মাম। সাম্মাম সুস্বাদু ও মিষ্টি জাতের ফল। সৌদি আরবসহ মরুপ্রধান দেশে বেশ জনপ্রিয় এটি। অনেকটা শসা গাছের মতো মাচায় লতাজাতীয় এই সাম্মাম ফল চাষ হয়।

সাম্মাম ফলটি সাধারণত দুই ধরনের হয়। হলুদ মসৃণ আবৃত খোসার ফলটির ভেতরের অংশ আমাদের দেশের বাঙ্গীর মতো। অন্যটি খোসার অংশ খসখসে ও ভেতরে অংশে হালকা হলুদ এবং বাদামি বর্ণের।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মাধ্যমে পরিচিত এ ফলটির চাষাবাদ এখন হচ্ছে বাংলাদেশের বরিশালে এবং আত্রাই। বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের করমজা এলাকায় সৌখিন চাষি গিয়াস উদ্দিন লিটু (৪৫) এবার সাম্মামের চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। তাই পাইকারি বিক্রির পাশাপাশি লিটু নিজেও এ ফলটি খুচরা বাজারে বিক্রি করছেন।

আরো পড়ুন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

আসন্ন রমজানে স্বস্তি: খেজুর আমদানিতে বড় শুল্ক ছাড় দিল সরকার
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

ঢাকা আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে বড় ধরনের শুল্ক Read more

এছাড়া সাম্মাম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন নওগার আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের কৃষক রেজাউল ইসলাম। সৌদি আরব থেকে বীজ সংগ্রহ করে দেড় বিঘা পতিত জমিতে দুই জাতের সাম্মাম চাষ করে। এবং এই দেড় বিঘা জমি থেকে প্রায় এক টন ফল উৎপাদন করেছেন তিনি।

বাংলাদেশে নতুন এ সাম্মাম ফলের তেমন একটা রোগবালাই নেই, গাছে খুব সামান্য সার ও কীটনাশক দিতে হয়।

ক্রেতারা বলছেন, দাম  কমানো সম্ভব হলে এ ফলের চাহিদা বাড়বে।

0 comments on “সৌদি আরবের মরুর সাম্মাম ফল এখন বাংলাদেশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ