Thursday, 23 October, 2025

ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শাহীন শাহ্


এসিআই এনিম্যাল হেলথ্ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পদোন্নতি পেলেন মোহাম্মদ শাহীন শাহ্। গত ১ জানুয়ারী থেকে তিনি এই পদোন্নতি প্রাপ্ত হন। এর আগে তিনি বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশের অন্যতম সেরা ফার্মাসিস্ট মোহাম্মদ শাহীন শাহ্ দীর্ঘদিন এই সেক্টরে কাজ করেছেন। কর্মজীবনে তিনি উন্নত বিশ্বের অধিকাংশ দেশ ভ্রমন করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তার বেশ কয়েকটি সায়েন্টিফিক পাবলিকেশন বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সদালাপী, পরিশ্রমী, কর্মচঞ্চল ব্যক্তি। তিনি দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক।

আরো পড়ুন
সার ডিলারদের অনিয়ম: প্রায় ২৫% লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত

সার খোলাবাজারে বিক্রি, মজুত করে কৃত্রিম সংকট তৈরি করাসহ নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত সার ডিলারদের লাইসেন্স বাতিল এবং কালো তালিকাভুক্ত Read more

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় ফাঁকা সাগরে ভারতীয় জেলেদের অবাধ বিচরণ ও দস্যুতা
নৌবাহিনী বা কোস্টগার্ডের হাতে বাংলাদেশের জলসীমা থেকে আটক হওয়া ভারতীয় জেলেদের ট্রলারের ছবি।

প্রজনন মৌসুমে বাংলাদেশের জলসীমায় ইলিশ শিকার বন্ধ থাকলেও, ভিন্ন নিষেধাজ্ঞার সুযোগে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, দস্যুতা ও সম্পদ লুণ্ঠন। মা ইলিশের Read more

তিনি এসিআই এনিম্যাল হেলথ্-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আরো গতিশীলতার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়াও তিনি সহকর্মী, ডিলার, ডিষ্ট্রিবিউটর, খামারি, পেশাজীবি. শুভানুধ্যায়ী সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করেছেন।

মোহাম্মদ শাহীন শাহ্ জানান, প্রাণিসম্পদ সেক্টরে উন্নত মানের প্রযুক্তি দিয়ে দেশের খামারগুলির আধুনিকায়নের মাধ্যমে প্রাণিসম্পদ সেক্টরকে লাভজনক করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি তার অভিজ্ঞতা, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রমকে সাথে নিয়ে কোম্পানিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান। নতুন বছরে তাদের সেরা পণ্য, টেকনোলজি এবং সেবার দ্বারা খামারিদের আরোও নিকটে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

0 comments on “ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শাহীন শাহ্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ