Saturday, 27 December, 2025

চাঁপাইনবাবগঞ্জে আম বাজারজাতে সমন্বয় নেই


চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাত শুরু করা না করা নিয়ে সমন্বয়হীনতা দেখা দিয়েছে প্রশাসন, কৃষি বিভাগ ও আমচাষি ও বাগান মালিকদের।

কৃষি বিভাগ ও আমচাষি এবং বাগান মালিকসহ সংবাদমাধ্যমের স্থানীয় অনেক প্রতিনিধি আম পরিপক্ব না হওয়ায় আমপাড়া ও বাজারজাত শুরু করার পক্ষে নয় বলে জানান সংশ্লিষ্টরা।

অনেক আম চাষি ও বাগান মালিক জানান ২৫ মে’র আগে অপরিপক্ব গোপালভোগ ও অন্যান্য আম পাড়া ও বাজারজাত করা শুরু হলে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন।

আরো পড়ুন
বাংলাদেশের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা: পশ্চিমবঙ্গের চটকল শিল্পে চরম সংকট
বাংলাদেশের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা: পশ্চিমবঙ্গের চটকল শিল্পে চরম সংকট

ঢাকা গত সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশ কাঁচা পাট রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় গভীর সংকটের মুখে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চটকলগুলো। Read more

পালং শাক চাষ লাভজনক করতে চাষিদের করনীয় ও বর্জনীয়
পালং শাক চাষ লাভজনক করতে চাষিদের করনীয় ও বর্জনীয়

বাংলাদেশের প্রেক্ষাপটে পালং শাক একটি অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক শীতকালীন সবজি। অল্প সময়ে, কম পুঁজিতে এবং সীমিত জমিতে এটি চাষ Read more

এখনো পরিপক্ব না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগসহ কোনো আমই ২৫ মে’র আগে বাজারজাত না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আমচাষি ও বাগান মালিকদের সংগঠন ম্যাংগো ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ আমচাষি ও বাগান মালিকরা।

তারা আরো জানান, ক্ষিরসাপাতি আম পরিপক্ব হতে অন্তত আরো ২০ দিন বাকি। আর গোপালভোগ ও কিছু গুঠি জাতের আম ২৫ মের আগে পাড়া শুরু হলেও থাকবে অপরিপক্ব। বাজারজাত করা হলে ভোক্তা আমের আসল স্বাদ থেকে হবেন বঞ্চিত। গত দুদিনে পৃথক অভিযান চালিয়ে থানা ও উপজেলা প্রশাসন অপরিপক্ব আম এক শ্রেণির অতি মুনাফালোভী ব্যবসায়ী বাজারজাত করার চেষ্টা করলে ধ্বংস করে। এতে খুশি হন প্রকৃত বাগান মালিক ও ব্যবসায়ীরা। এর দুদিন পরই শুক্রবার কানসাট রাজার বাগানে একটি গাছের আম জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক আম পাড়া উদ্বোধন করার কথা জানান সংবাদকর্মী ও বাগান মালিকরা।

এতে করে চরম ক্ষোভে দানা বেঁধে উঠে জেলা ও উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। তবে ১ জুন থেকে আমপাড়া ও বাজারজাত করার পক্ষে বলে জানায় প্রশাসন।

বাগান মালিক ও আমচাষিরা জানান, একটি মহল ২/১ দিনের মধ্যে অপরিপলক্ব আম বাজারজাত করার সুবিধা নিতে প্রশাসনকে প্রভাবিত করছে বলে জানতে পেরেছি। একটি সুবিধাবাদী ও অতি মুনাফালোভী ব্যবসায়ী ও ফড়িয়া প্রশাসনকে অযৌক্তিক কথা বলে আমপাড়া ও বাজারজাত করার যদি সুযোগ পেয়ে যায়, তবে তার পরদিন থেকেই অপরিপক্ব ক্ষিরসাপাত ও অন্যান্য আম পাঠাতে থাকবে এবং ভোক্তা তা খেলে আমের চরম বদনাম হবে। ক্ষতিগ্রস্ত হবে চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম ও বাজার প্রশাসনকে এমন ব্যক্তিদের কথা গুরুত্ব না দেওয়ার অনুরোধ জানান।

0 comments on “চাঁপাইনবাবগঞ্জে আম বাজারজাতে সমন্বয় নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ