Monday, 23 December, 2024

সর্বাধিক পঠিত

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক


শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা সময় পার করছেন। সুনামগঞ্জের সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত। বাজারের চাহিদা বিবেচনায় রেখে দুই উপজেলার কৃষকরা একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন। কৃষকরা এরই মধ্যে শুরু করেছেন লাল শাক, লাউ, বেগুন, শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও শসাসহ বিভিন্ন সবজির চাষাবাদ। এসব সবজি আর তিন থেকে চার সপ্তাহ পর বাজারজাত করবেন তারা। এমনটাই আশা এখানকার কৃষকদের।

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সুনামগঞ্জের কৃষকরা

খোঁজ নিয়ে জানা গেছে যে, চলতি বছর আবহাওয়া অনুকূলে আছে।

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

আর তাই কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষেত থেকে শীতকালীন শাক-সবজি উঠবে।

বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমন স্বপ্ন দেখছেন কৃষকরা।

জেলা কৃষি অধিদপ্তরের সূত্র জানায়, চলতি বছরে কৃষকরা সুনামগঞ্জে ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে সকল ধরনের সবজি চাষ করছেন।

এছাড়াও বেশি সবজি চাষ করা হয় সুনামগঞ্জে সবজি এলাকা হিসেবে বিখ্যাত দুটি উপজেলায়।

শীতকালীন সবজি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃষ্ণনগর, বাঘমাড়া, কুনারগাঁও, নলুয়া, বেরীগাঁও, ঝরঝরিয়া, মঙ্গলকাটা ও বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ, পলাশ, জিনারপুর, মাজাইগাও গ্রামে বেশি আবাদ করা হয়।

বিশ্বম্ভরপুর উপজেলার মাজাইরগাঁও গ্রামের কৃষক শাহ আলম জাগো নিউজকে বলেন, আমি প্রতি বছর শীতকালীন শসা, টমেটো সবজি চাষ করি এবং বাজারে ভালো দামে বিক্রি করতে পারি। এই বছর ৮ একর জমিতে শসা ও টমেটোর ক্ষেত করেছি যদি ফলন ভালো হয় তাহলে আশা করি গত বছরের তুলনায় এই বছর বেশি লাভবান হবো।

বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক আলাউর মিয়া।

তিনি বলেন, পাঁচ হাজার টাকা খরচ করে লাউ শাক চাষ করেছেন।

শাকের ফলন এখন খুব ভালো হয়েছে বলে জানান।

কিছুদিন পর ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হবে এই লাউ শাক বিক্রি করে।

সুনামগঞ্জ সদর উপজেলর কৃষ্ণনগর গ্রামের কৃষক হেলাল মিয়া।

তিনি বলেন, শীতকালীন সবজি বাজারে শীতের শুরুতে তুলতে পারলে দাম ভালো পাওয়া যায়।

পাশাপাশি বাজারে চাহিদা থাকার কারণে এবছর তিনি শীতকালীন সবজি হিসেবে চাষ করেছেন লাউ, শিম ও বেগুনের।

তিনি আশা করছেন আগামী দুই থেকে তিন সপ্তাহরে মধ্যে এসব আগাম সবজি বাজারে বিক্রি করতে পারবেন

সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান।

তিনি জানান যে, শীতকালীন সবজির বাম্পার ফলন হবে আবহাওয়া অনুকূলে থাকলে।

পাশাপাশি কৃষকরা ভালো দাম ভালো পাবেন শীতের শুরুতে শীতকালীন সবজি বাজারে এলে।

0 comments on “শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *