Sunday, 22 December, 2024

সর্বাধিক পঠিত

বিনামূল্যে রবিশস্যের বীজসহ সার বিতরণ রাজবাড়িতে


কৃষি জমিতে কৃষকের সবচেয়ে বেশি খরচ হয় সার ও কীটনাশক বাবদ। সেই সার বিনামূল্যে বিতরণ করছে সরকার। কৃষকের মাঝে বিনামূল্যে রবিশস্যের বীজসহ সার বিতরণ করা হয়েছে রাজবাড়ী সদরে ২০২১-২২ অর্থবছরের প্রণোদনা কার্যক্রমের আওতায়। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১ হাজার ৭০০ কৃষককে সার ও বীজ দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

কৃষকদের মাঝে রবিশস্যের বীজসহ সার দেয়া হয়েছে

কৃষকের মাঝে এ সময় রবিশস্য হিসেবে সরিষা বীজ এবং সার হিসেবে এমওপি সার বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মোহাম্মদ সায়েফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

ইউএনও ফাহমি জানান যে, কৃষকের জন্য প্রধানমন্ত্রী সবসময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

কৃষির ওপরে তিনি ভর্তুকি বাড়িয়েছেন কৃষকদের জন্য।

তিনি আরও বলেন কৃষকরা অনেক পরিশ্রম করেন।

তিনি আশা করেন যে কৃষকরা উন্নত কৃষি ব্যবস্থার দিকে নজর দেবেন।

তাদেরকে এ সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা কৃষি অফিসারদের থেকে নেবার কথা বলেন

সব কৃষকেরেই সবজি চাষ করা উচিত

সংসদ সদস্য কাজী কেরামত আলী তার প্রধান অতিথির বক্তব্য দেন।

এতে তিনি  জানান যে সরকার সব সময় কৃষককে উৎপাদিত পণ্যের সঠিক দাম দিতে চায়।

বর্তমানে কৃষক ভালো দাম পাচ্ছেন তাদের সব ফসলেরই।

এতে তারা লাভবানও হচ্ছেন বলেন সাবেক এই প্রতিমন্ত্রী জানান।

তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রী একটু জায়গাও ফেলে না রেখে সবজি চাষ করতে বলেছেন।

তাই সব কৃষকেরই সবজি চাষ করা উচিত।

এতে ভালো টাকা আয় করতে পারবেন তারা অল্প দিনেই।

উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ।

তিনি বলেন পাঁচজনের গ্রুপ করে বীজ ও সার প্রদান করা হয়েছে।

প্রতি  গ্রুপে ৫ কেজি করে সরিষা বীজ ও ৫০ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে আজকের অনুষ্ঠানে।

পর্যায়ক্রমে ১৫ দিনের মধ্যে সব বীজ ও সার দেয়া হবে সদরের ১৪টি ইউনিয়নের ৮ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়ালসহ অনেকে উপস্থিত ছিলেন।

0 comments on “বিনামূল্যে রবিশস্যের বীজসহ সার বিতরণ রাজবাড়িতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *