পাবনা জেলার চাটমোহরে ক্যাপসিকাম চাষে সফলতা পেয়েছেন এ অঞ্চলের কৃষকেরা। লাভজনক হওয়ায় উপজেলার অন্যান্য কৃষকেরা ক্যাপসিকাম চাষ শুরু করছেন।
উপজেলার মূলগ্রাম তরুণ উদ্যোক্তা রাশেদুল ইসলাম বকুল জানান, তিনি প্রায় তিন বিঘা জমিতে গড়ে তুলেছেন ক্যাপসিকাম বাগান। চার মাসেই এই ফল ধরে। ইতিমধ্যে ক্যাপসিকাম তোলা শুরু হয়েছে। তিনি আশা করছেন, এখান থেকে ১২-১৪ টন ফলন পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ বলেন, ক্যাপসিকাম চাষের সম্ভাবনা রয়েছে এ উপজেলায়। এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে চাষিদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।