Sunday, 03 August, 2025

নগরকৃষির ব্যতিক্রমী পরিসেবা: এসিআই গ্রীন সলিউশন


বিভিন্ন ধরনের কৃষিসেবা নিয়ে বাংলাদেশ এর কৃষি খাতে অবদান রাখছে এসিআই বাংলাদেশ। কৃষি খাতের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নতুন নতুন ব্যাবসায়িক ধারণা ও উন্নয়ন নিয়ে প্রতিনিয়ত কাজ করছে প্রতিষ্ঠানটি।

এসিআই গ্রীন সলিউশন তেমনই একটা ব্যতিক্রমী উদ্যোগ। নগর কৃষি আজ একটি ধারণা নয়, এটি সময়ের দাবি। সেই ধারনাকে মাথায় রেখেই গত আত্মপ্রকাশ করল এসিআই গ্রীন সলিউশন নামক এই নতুন পরিসেবা। যার মাধ্যমে নগরবাসী একই ছাদের নিচে পাবেন ছাদ বাগান তথা নগর কৃষির সব ধরনের সেবা ও উপকরণ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) পরিসেবার বিষয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিসেফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশের প্রাক্তন প্রতিনিধি ড. জয়নাল আবেদিন।

আরো পড়ুন
বিদেশি আনারসের পরীক্ষামূলক চাষে সাফল্য, নতুন দিগন্তের হাতছানি

দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করে ভালো ফলন পাওয়া গেছে ফিলিপাইনের বিখ্যাত 'এমডি-২' জাতের আনারসের। কৃষি বিভাগ মনে করছে, এই Read more

হাওরাঞ্চলে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা: প্রয়োজন ন্যায্যমূল্য

নেত্রকোনার হাওরাঞ্চল একসময় পাটের জন্য বিখ্যাত ছিল। এখানকার উর্বর জমিতে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা Read more

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আরবান এগ্রিকালচারাল প্রডাকশন এন্ড সাপোর্ট প্রকল্পের পরিচালক তাহেরুল ইসলাম, উদ্যান উন্নয়ন প্রকল্প, বিএডিসির প্রকল্প পরিচালক মাসুদ আহমেদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ, এসিআই এগ্রিবিজিনেস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ এইচ আনসারি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসিআই ফরমুলেশন লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস।

অনুষ্ঠানে এসিআই গ্রীন সলিউশন নামে পরিসেবাটি নগরকৃষি সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত কৃষি বিজ্ঞানী ও গবেষকরা। এছাড়াও ঢাকা মেট্রোপলিটনের কৃষি কর্মকতা, তথ্য অফিসার (কৃষি), উপপরিচালক বিএডিসি, কর্মকর্তা, সাংবাদিক ও ছাদ বাগানিগণ এতে উপস্থিত ছিলেন।

0 comments on “নগরকৃষির ব্যতিক্রমী পরিসেবা: এসিআই গ্রীন সলিউশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ