Friday, 22 August, 2025

সিংড়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ


ন্যায্যমূল্য না পাওয়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ করেছেন নাটোরের সিংড়া উপজেলার অন্তত ৩০ জন খামারি।

শনিবার (২৬ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর বটতলা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তারা।

খামারিরা জানান, সিংড়া উপজেলার ১২ ইউনিয়নে অন্তত ৬০০ গরুর খামার রয়েছে। স্থানীয় বাজারে খামারিরা দুধ এনে বিক্রি করতেন। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন মহাজনদের কাছে ৪০-৬০ লিটার দুধ বিক্রি করতেন। কিন্তু লকডাউনের কারণে বাজারে মহাজন না আসায় দুধ নেয়ার মতো ক্রেতা নেই। আবার অবিক্রীত দুধ নিয়ে বাড়ি ফেরাও কষ্টের। ফলে এসব দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানান তারা।

আরো পড়ুন
কুমড়ার ফলন বাড়ানোর কার্যকর উপায়

বাংলাদেশের গ্রামীণ ও শহুরে কৃষিতে কুমড়া একটি বহুল চাষকৃত ও জনপ্রিয় সবজি। সারা বছর চাষযোগ্য এই ফসলের পুষ্টিগুণ ও বাজারমূল্য Read more

বিলুপ্তপ্রায় দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম জরুরি: মৎস্য উপদেষ্টা

দেশের বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ চিহ্নিত করে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বিভিন্ন Read more

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. খুরশিদ আলম বলেন, ছুটির দিন বাজারে ক্রেতা কম থাকে। ফলে বিক্রিও কম হয়। এ এলাকায় সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরণ কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে। আশা করছি এরপর এ ধরনের সমস্যা থাকবে না।

0 comments on “সিংড়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ