Thursday, 02 January, 2025

সর্বাধিক পঠিত

গিরিবাজ কবুতর পালন পদ্ধতি

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনগিরিবাজ কবুতর পালন পদ্ধতি
নুরু ইসলাম asked 4 years ago

বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী। পূর্বে আর গিরিবাজ কবুতরে খায় ধান, গম, সরিষা, তিসি, ভুট্টা, কুসুম ফুলের বিচি ইত্যাদি। গিরিবাজ কবুতর পালন পদ্ধতি নিয়ে বিস্তারিত জানতে চাই।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

গিরিবাজ কবুতর পালন পদ্ধতি অন্য সব কবুতর পালনের মত। গিরিবাজ কবুতর পালনে কবুতরের জন্য একটু যায়গা বেশি দিতে হয়।

কবুতর পালন নিয়ে বিস্তারিত

কিভাবে চিনবেন গিরিবাজ কবুতরঃ

এই জাতের কবুতরের চোখ রোদের দিকে ধরলে ছোট-বড় হবে অর্থাৎ জুমিং করবে।গিরিবাজ জাতের কবুতরের চোখ দেখতে অনেক উজ্জ্বল দেখাবে।আর সাদা চোখের কবুতর সবচেয়ে ভালো হয়। অর্থাৎ যেসব কবুতরের চোখে কোন প্রকার দাগ থাকে না সেই জাতের কবুতর বেশি ভালো মানের হয়।

এ জাতের কবুতরের চোখের মনি এক জায়গায় স্থির থাকে না, চোখ সহ চোখের মনি কাপাকাপি করতে থাকবে। কিছু সময় ধরে রাখলেই তা বোঝা যাবে।

কোন কোন গিরিবাজ কবুতরের লেজ দেখতে অনেকটা নৌকার মত বাকা দেখা যায়। সেসব কবুতর খাড়ায় বাজি খেয়ে নিচের দিকে পরে না। বরং তা উপরের দিকে উঠতে থাকে।

গিরিবাজ কবুতরের খাদ্য, যদি উড়ার জন্য পালন করা হয় তাহলে সেই কবুতরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য পরিমিত খাদ্য প্রদান করতে হবে। কোনভাবেই অতিরিক্ত পরিমাণ খাদ্য প্রদান করা যাবে না।

জনপ্রিয় লেখা