Wednesday, 22 January, 2025

সর্বাধিক পঠিত

গরু লালন পালন পদ্ধতি

Md. kamrul Islam asked 2 years ago
গরু লালন পালন পদ্ধতি নিয়ে জানতে চাই । গরু লালন পালনের জন্য প্রয়োজনীয় ঘাস চাষ কি কি ?
1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 2 years ago

যে সব ঘাস একবার আবাদ করলে পরবর্তীতে ঐ ঘাস থেকেই বেশ কয়েক বছর ঘাস উৎপাদন করা যায় তাদেরকে বর্ষজীবি বা বহুবর্ষী ঘাস বলা হয়। এ সব ঘাস চাষ করা বেশ লাভজনক।

নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত – Napier-নেপিয়ার ঘাস চাষ

গরু পালনের চারটি ধাপ

চারটি ধাপে খামারগুলোতে এ কাজ করা হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ ধাপগুলো হচ্ছে – গরু নির্বাচন, কৃমিমুক্তকরণ, খাদ্য ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ।

সাধারণত গরু মোটাতাজা করার জন্য দুই হতে পাঁচ বছরের গরু নির্বাচন করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, গরু সংগ্রহ করার দেড় থেকে দুইমাস পরে উন্নত পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়।

গরু মোটাতাজা করার জন্য যেসব খাবার দেয়া হয় তার মধ্যে রয়েছে আঁশ জাতীয়, দানাদার মিশ্রন এবং সবুজ ঘাসভিত্তিক খাদ্য ফর্মূলা।

এসব খাবারে সাথে নানা উপাদানের মিশ্রন থাকে।

জনপ্রিয় লেখা