শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাতে এবং সিন্ডিকেটের প্রভাব কমাতে অন্তর্বর্তী সরকার একটি নতুন কৃষিবাজার গঠনের উদ্যোগ নেবে। আজ বৃহস্পতিবার বেগুনবাড়িতে ঢাকা শহরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যাসহ অন্যান্য কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, যার একটি বড় কারণ হলো সিন্ডিকেটের মজুদ এবং কারসাজি। সরকার এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।
আসিফ মাহমুদ আরও জানান, কৃষকদের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি বিকল্প কৃষিবাজার চালু করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারে। সরকার এ কাজকে সহজতর করার জন্য সহায়তা প্রদান করবে।
এছাড়া তিনি জানান, সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে একটি টাস্কফোর্স ইতিমধ্যে দীর্ঘমেয়াদি কাজ শুরু করেছে এবং বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে এসে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানোর এই প্রক্রিয়াকে বিস্তৃত করতে হবে।