Thursday, 20 November, 2025

সরকার চালু করলো দেশের বৃহৎ কোরবানি পশুর ডিজিটাল হাট


ডিজিটাল কোরবানি পশুর হাট

করোনার প্রভাবে আতঙ্কিত আমরা সবাই, মেনে চলছি সামাজিক দূরত্ব, এর মধ্যে চলে এসেছে কুরবানির ইদ।কোরবানি ইদে যেন করোনার ভাইরাসে সংক্রমন বেড়ে না যায়। এ জন্য সরকার চালু করলো দেশের বৃহৎ কোরবানি পশুর ডিজিটাল হাট।

সংক্রমন এড়াতে মানুষ এখন অফিস, ব্যবসা-বাণিজ্য, নিত্যপণ্য কেনাকাটা, শিক্ষা-স্বাস্থ্য সবকিছুতেই ব্যবহার করছে অনলাইন প্লাটফর্ম।

দেশের অসংখ্য চাষি ও ছোট বড় খামারিরা দেশের কুরবানির পশুর চাহিদা মেটাতে শুধু লাভের আশায় সারা বছর ধরে কুরবানি ইদের জন্য গরু-ছাগল পালন করে থাকেন । ঢাকা সিটি কর্পোরেশন এবার কুরবানির গরুর হাটের করোনার সংক্রমন এড়াতে কমিয়ে দিয়েছেন।

আরো পড়ুন
নবান্ন উৎসব ঘিরে বগুড়ার বাজারে নতুন আলু, দাম চড়া ৫০০ টাকা কেজি

সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার বাজারগুলোতে উঠেছে নতুন আলু। উৎসবের আমেজে এই আলুর চাহিদা এখন তুঙ্গে। তবে Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়সূচি প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার তারিখ: ২০২৬ সালের Read more

বাংলাদেশ সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য ‘কুরবানির পশুর ডিজিটাল হাট’ হাটের ব্যবস্থা করেছে। এতে চাষি ও ছোট বড় খামারিরা তাদের পশু সহজে ন্যায্য দামে বিক্রি করতে পারবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)’ এর আগে ‘ফুড ফর ন্যাশন’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। এরই আলোকে (iDEA) প্রজেক্টের ‘স্টার্টআপ বাংলাদেশ’ ব্যানারে ডিজিটাল হাটের এই উদ্যোগটি গ্রহণ করে প্রকল্পটি।

ডিজিটাল কোরবানি পশুর হাট
ডিজিটাল কোরবানি পশুর হাট

চাষিদের রেজিস্টেশন শুরু হয়েছে অনেক আগেই। https://foodfornation.gov.bd/qurbani2020/ এই সাইটে বিনামূলে রেজিস্টেশন করে পশুর ছবি এবং দাম আপলোড করলে ক্রেতা এবং বিক্রিতার সমন্বয় ঘটবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘ফুড ফর ন্যাশন’ প্লাটফর্মটি কোরবানির পশুর জন্য দেশের সবচেয়ে বড় ম্যাচ মেকিং ডিজিটাল হাট হতে যাচ্ছে। আশা করি সফতার সাথে প্রকল্পটি শেষ হবে। ক্রেতা ও বিক্রেতা উপকৃত হবে।

এ জন্য চাষির এবং খামারির কিছু ঝামেলা পোহাতে হবে। ছবি তোলা আপলোড করা এবং অনেক সময় ছবির সাথে বাস্তবতার অমিল। তবে হাটে নিয়ে আসার ঝক্কি ঝামেলা তো থাকছে না।

এগ্রোবিডি২৪ নিউজ

0 comments on “সরকার চালু করলো দেশের বৃহৎ কোরবানি পশুর ডিজিটাল হাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ