
বাজারে চালের দাম স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
উপদেষ্টা বলেন, “চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অতএব কোনোক্রমে যেন না বাড়ে চালের দাম, সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনব।”
তিনি নিশ্চিত করেন যে নন-বাসমতি চাল ভারত থেকে আনা হবে। সরবরাহকারী সিঙ্গাপুরের হলেও মূল্য ও প্রতিযোগিতামূলকতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা মান, সময়মতো সরবরাহ আর দামটা দেখেছি।”

