Sunday, 10 August, 2025

বাংলাদেশ কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


‘জুলাই বিপ্লব’ এবং ‘যুব উৎসব ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গত ৬ আগস্ট মিরপুরে বিকেবি স্টাফ কলেজে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে পরিচালিত সরকারি বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একই সময়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (ভারপ্রাপ্ত) সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারের বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করছে। বিশেষ করে, কম সুদে ঋণ বিতরণের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক তার ১,০৩৮টি শাখার মাধ্যমে দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে এবং সরকারি নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করছে।

আরো পড়ুন
ভেনামী চিংড়ি চাষে রোগের কারন, লক্ষন, প্রতিকার এবং চিকিৎসা

ভেনামী চিংড়ি (Vannamei shrimp, Litopenaeus vannamei) চাষ বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে রোগবালাই এই চাষে অন্যতম Read more

বিদেশি আনারসের পরীক্ষামূলক চাষে সাফল্য, নতুন দিগন্তের হাতছানি

দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করে ভালো ফলন পাওয়া গেছে ফিলিপাইনের বিখ্যাত 'এমডি-২' জাতের আনারসের। কৃষি বিভাগ মনে করছে, এই Read more

বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাঞ্চিয়া বিনতে আলী, বোর্ডের পরিচালক এম. সায়েদুর রহমান ও মাকসুমা আক্তার বানু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম ও মোহাম্মদ খালেদুজ্জামান। এছাড়া, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং বিকেবি কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যাংকের সকল অফিস ও শাখা ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশ নেয়।

0 comments on “বাংলাদেশ কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ