Thursday, 27 November, 2025

পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা: সপ্তাহেই দাম বাড়লো ২০-২৫ টাকা


পেঁয়াজের দামে হঠাৎ মৌসুম শেষের অস্থিরতা

চলতি বছর দেশীয় পেঁয়াজ প্রায় পুরোটা সময়ই বাজারের চাহিদা মিটিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও পেঁয়াজ মৌসুমের শেষ সময়ে এসে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। সরবরাহ সংকটের কারণে চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের আড়তগুলোতে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি।

সরবরাহ তলানিতে: ১৫ ট্রাকের বদলে আসছে মাত্র ৩-৪ ট্রাক

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে থাকায় বাজারে এর সরবরাহ ব্যাপক হারে কমেছে

আরো পড়ুন
গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের দামের কোনো সম্পর্ক নেইঃ কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ (বুধবার) ঘোষণা করেছেন যে, গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের Read more

বাংলাদেশে নিষিদ্ধ ১৭টি ‘অত্যন্ত বিপজ্জনক’ কীটনাশক এখনো ব্যবহার হচ্ছে
কীটনাশক স্প্রে করা কৃষক

বিশ্বজুড়ে 'অত্যন্ত বিপজ্জনক' হিসেবে চিহ্নিত কমপক্ষে ১৭টি কীটনাশক উপাদান বাংলাদেশে এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যা দেশের জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য Read more

  • সংকট: স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে প্রতিদিন ১৫ থেকে ১৮ ট্রাক পেঁয়াজ আসে। বর্তমানে তা কমে ৩ থেকে ৪ ট্রাকে নেমে এসেছে।
  • কারণ: বাজারের চাহিদা অনুযায়ী দক্ষিণাঞ্চলের হিমাগারগুলো থেকে চট্টগ্রামে পেঁয়াজ আসছে না। পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলোতেও মজুত কমে আসায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন।

মধ্যম চাক্তাইয়ের পেঁয়াজ-রসুনের আড়তদার বশর অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আবুল বশর জানান, “এটি স্বাভাবিক বিষয়। প্রতিবছর এই সময়টাতে পেঁয়াজের দাম বাড়তি থাকে। বর্তমানে আকারভেদে আড়তে কেজিতে ৮০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও কেজিতে ২০ টাকার মতো কম ছিল।”

খুচরা বাজারে দামের লাফ: টিসিবি বলছে ১০০-১১০ টাকা

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (নভেম্বরের প্রথম সপ্তাহ) ঢাকা মহানগরীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৭০-৮০ টাকা। তবে গত বছরের একই সময়ের তুলনায় দাম এখনও কম রয়েছে, যা তখন ছিল ১৩০-১৫০ টাকা।

নভেম্বরজুড়েই অস্থিরতার আশঙ্কা, আমদানির উপর নজর

ব্যবসায়ীরা বলছেন, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ৩২ লাখ টনের মতো। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে একটি বড় অংশ নষ্ট হয়। এই মুহূর্তে মৌসুম শেষ হওয়ায় দাম বাড়ছে এবং নতুন ফলন বাজারে আসার আগে এই অস্থিরতা থাকবে।

  • সমাধান: খাতুনগঞ্জের মেসার্স জামেনা ট্রেডিংয়ের পরিচালক মো. আজগর হোসেন বলেন, “পুরো নভেম্বর মাসে দাম কমার আর সম্ভাবনা নেই। তবে সরকার দেশের বাইরে থেকে আমদানির জন্য আইপি (আমদানি অনুমতি) দিলে বাজারে দাম কমে যাবে।”
  • স্বস্তি কখন? ব্যবসায়ীদের তথ্যমতে, ডিসেম্বরের শুরু থেকে নতুন ফলন (মুড়িকাটা পেঁয়াজ) বাজারে এলে দাম ধীরে ধীরে কমে আসবে।

ব্যবসায়ীদের দাবি: এই মুহূর্তে সরকার আমদানির অনুমতি দিলে বাজারে দাম কমে যাবে। তবে আমদানি প্রক্রিয়া শুরু হতে হতে নতুন পেঁয়াজ চলে আসার সম্ভাবনাও রয়েছে।

0 comments on “পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা: সপ্তাহেই দাম বাড়লো ২০-২৫ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ