Friday, 08 August, 2025

জলবায়ু সহনশীল কৃষি প্রসারে নতুন দিগন্ত: ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত


জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করছে ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)’ প্রকল্প। আজ শনিবার রাজধানীর খামারবাড়ির বিএআরসি অডিটোরিয়ামে এই প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার মূল উদ্দেশ্য ও আলোচনা

কর্মশালার সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুল আলম। প্রকল্পের পরিচালক খন্দকার মোহাম্মাদ রাশেদ ইফতেখার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানোর ওপর জোর দেওয়া হয়। বক্তারা জানান, সিএসএডব্লিউএম প্রকল্পের আওতায় দেশের ২৭টি জলবায়ু ঝুঁকিপূর্ণ উপজেলার ১৯টি উপপ্রকল্প এলাকায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও সহায়ক হবে।

আরো পড়ুন
ভেনামী চিংড়ি চাষে রোগের কারন, লক্ষন, প্রতিকার এবং চিকিৎসা

ভেনামী চিংড়ি (Vannamei shrimp, Litopenaeus vannamei) চাষ বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে রোগবালাই এই চাষে অন্যতম Read more

বিদেশি আনারসের পরীক্ষামূলক চাষে সাফল্য, নতুন দিগন্তের হাতছানি

দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করে ভালো ফলন পাওয়া গেছে ফিলিপাইনের বিখ্যাত 'এমডি-২' জাতের আনারসের। কৃষি বিভাগ মনে করছে, এই Read more

প্রযুক্তিনির্ভর কৃষির দৃষ্টান্ত

মুক্ত আলোচনায় কৃষক প্রতিনিধি, গবেষক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এই আলোচনায় প্রকল্পের আওতায় ব্যবহৃত বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • সৌরবিদ্যুৎচালিত সেচ: বিদ্যুৎবিহীন বা বিদ্যুতের স্বল্পতা রয়েছে এমন অঞ্চলে সেচ কার্যক্রমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার।
  • পলিনেট হাউস: নিয়ন্ত্রিত পরিবেশে ফসল ফলানোর জন্য ব্যবহৃত আধুনিক গ্রিনহাউস প্রযুক্তি।
  • ফার্ম হাউস: কৃষকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন খামার ব্যবস্থাপনা কেন্দ্র।
  • ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল: কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির ওপর প্রশিক্ষণ প্রদান।
  • বারিদ পাইপ ইরিগেশন: দক্ষ ও সাশ্রয়ী সেচ ব্যবস্থা।
  • ড্রোন প্রযুক্তি: ফসলের পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ এবং সার-কীটনাশক প্রয়োগে আধুনিক ড্রোনের ব্যবহার।

কৃষি সচিবের অঙ্গীকার

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, “কর্মশালার আলোচনার ভিত্তিতে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করব। এই প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রতিক্রিয়া ও বাস্তব চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

অন্যান্য অতিথিদের উপস্থিতি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা শাখা) মো. আবু জুবায়ের হোসেন বাবলু এবং বিডব্লিউডিবির পার্টনার প্রকল্প সিএসএডব্লিউএমপির প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ডু। বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে প্রকল্পের টাস্ক টিম লিডার সামিনা ইয়াসমিনও কর্মশালায় উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের সফল বাস্তবায়ন বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

0 comments on “জলবায়ু সহনশীল কৃষি প্রসারে নতুন দিগন্ত: ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ