Tuesday, 03 December, 2024

সর্বাধিক পঠিত

মানুষের সবচেয়ে ভালো রক্তের গ্রুপ কোনটি

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনমানুষের সবচেয়ে ভালো রক্তের গ্রুপ কোনটি

সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রক্তগ্রুপ পদ্ধতি হল ABO এবং Rh। মানুষের সবচেয়ে ভালো রক্তের গ্রুপ কোনটি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 2 years ago

আপনি জানতে চেয়েছেন মানুষের ভাল রক্তের গ্রুপ কোনটি ?

রক্তের উপাদানগত বৈশিষ্ট্যের বিচারে রক্তকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করেছেন বিজ্ঞানীরা। এই শ্রেণিবিন্যাসকে ব্লাড গ্রুপ (Blood Group) বলা হয়।

১৯০১ খ্রিষ্টাব্দে জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন। এই শ্রেণীবিন্যাসকে সংক্ষেপে ABO ব্লাড গ্রুপ বা সংক্ষেপে ব্লাড গ্রুপ বলা হয়। সাধারণত মানুষের শরীরে A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- গ্রুপের রক্ত থাকে।

এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে O+ গ্রুপের মানুষের সংখ্যা বেশী। আবার এর মধ্যে নেগেটিভ গ্রুপের রক্ত খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয়। যেমন, এবি নেগেটিভ (AB-), ও নেগেটিভ (O-), বি নেগেটিভ (B-) ইত্যাদি।

যে রক্ত সবচেয়ে বেশি পাওয়া যা সেই রক্তের গ্রুপ সবেচেয়ে বেশি ভাল।

জনপ্রিয় লেখা