ব্লিচিং পাউডারে থাকে ক্লোরিন যা জীবানুনাশক হিসাবে ব্যবহার হয়ে থাকে। মাছ চাষের পুকুরে ব্লিচিং পাউডার ব্যবহারে মাছের কি ক্ষতি হতে পারে? পুকুরে ব্লিচিং পাউডার ব্যবহারের নিয়ম কি?
মাছ চাষের পুকুরে জীবানু নাশক হিসাবে ব্লিচিং পাউডারের ব্যবহার বহুল প্রচলিত। বিভিন্ন অবস্থায় বিভিন্ন অনুপাতে ব্লিচিং এর ব্যবহার করা হয়।
পুকুরের প্রস্তুতিতে তলদেশ ছয় থেকে সাত দিন রৌদ্রে শুকাতে হবে। পরবর্তী সময়ে তলদেশ থেকে ক্ষতিকারক জীবাণু ধ্বংস করার লক্ষ্যে প্রতি শতাংশে ২০-৩০ গ্রাম ব্লিচিং পাউডার ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। ব্লিচিং পাউডার প্রয়োগের ৩-৫ দিন পরে পুকুর বিশুদ্ধ পানি দিয়ে ১.৫ মিটার পর্যন্ত পূর্ণ করতে হবে।
পুকুরের মাছ থাকলে ব্লিচিং সাবধানে ব্যবহার করতে হবে। পুকুরে মাছ থাকালে ব্লিচিং ৩-১০ গ্রাম শতাংশে ব্যবহারে করতে হবে।
লক্ষনীয় যে ব্লিচিং একটি উদ্বায়ী ক্লোরিন। বাতাসে উন্মুক্ত অবস্থায় প্রতি সময়ে ক্লোরিনের ঘনত্ব কমেয়ে দেয়। এ জন্য ব্লিচিং বাতাসে খুলে রাখলে এর জীবাণু নাশক পাওয়ার কমে যায়।