একুরিয়াম সৌখিন মাছ চাষ করা হয়। একুরিয়ামের মাছ বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি করে। সুস্থ মাছ চাষে একুরিয়ামের মাছের খাবার দেওয়ার নিয়ম, কিভাবে খাবার দিবেন, খাবারের পরিমান কত ?
একুরিয়ামের মাছের খাবার দেবার নিয়মঃ
একুরিয়ামের মাছের খাবার কিভাবে, কখন দিবেন এবং কত পরিমান দিবেন এর উপর নির্ভর করে আপনার একুরিয়ামের পরিবেশ। কেননা খাবার মাছ খেয়ে শেষ না করতে পারলে একুরিয়ামের নিচে জমবে, পানিতে অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে, পানি দূষিত হয়ে মাছ মারা যাবে।
একুরিয়ামের মাছের খাবার এমন হিসেবে দিবেন যাতে খাবারটুকু একুরিয়ামে থাকা মাছগুলো ২-৩ মিনিটের মাঝে খেয়ে শেষ করতে পারে।
কতটুকু খাবার মাছগুলো ২-৩ মিনিটে শেষ করতে পারে এটা বোঝার জন্য আপনি ইচ্ছেমতো খাবার দিন। এরপর আপনার স্টপ ওয়াচ দিয়ে অপেক্ষা করুন।
৩ মিনিট পর্যন্ত মাছ যতোটা খাবার খেলো সেটার একটা আইডিয়া নিন তারপর বাকীটা একুরিয়ামের জাল দিয়ে সরিয়ে ফেলুন।
আপনার একুরিয়ামে যদি অ্যামোনিয়া, ইউরিয়া ফিলট্রেশনের ব্যবস্থা ভালো থাকে তাহলে দিনে ২/৩ বেলা খাবার দিলেও সমস্যা হবেনা। কিন্তু ফিলট্রেশন ব্যবস্থা ভালো না হলে দিনে ১/২ বেলা খাবার দিবেন।