শরীয়তপুরের ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানে স্থানীয় জেলেরা হামলা করেছেন। এতে নিখোঁজ হয়েছেন উপজেলা মৎস্য কার্যালয়ের একটি প্রকল্পের কর্মী। প্রকল্পের আরও দুই কর্মী ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ব্যহত হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান তবে তা থেমে যায়নি।
ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়ন।
এর মরিচাকান্দি এলাকায় পদ্মা নদীতে গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানানমরিচাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করছিল, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে।
এ সময় লাঠিসোঁটা নিয়ে জেলেরা তাদের ওপর হামলা করে ও ইটপাটকেল ছোড়ে।
একটি স্পিডবোট হামলায় উল্টে যায়।
আগ্নেয়াস্ত্র তলিয়ে যায় পানিতে
এতে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মেহেদী হাসান আহত হন। একই সাথে আহত হন স্থানীয় মৎস্য কর্মী ওমর আলী ও জাহাঙ্গীর হোসেন।
তাদের চাঁদপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এছাড়া আব্দুল বারেক মিয়া নামের একজন মৎস্য কর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি বলেও তিনি জানান।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার এর সাথে কথা হয়। তিনি বলেন, স্পিডবোট উল্টে তাদের দুটি আগ্নেয়াস্ত্র পানিতে তলিয়ে গেছে।
এদের একটি উদ্ধার করা গেলেও আরেকটি উদ্ধার সম্ভব হয়নি।
অস্ত্র উদ্ধারে কাজ চলছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো জেলেকে আটক করা হয়নি বলে তিনি জানান।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এসময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শরীয়তপুর জেলা মৎস্য কার্যালয় থেকে জানানো হয়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার দায়ে অনেককে আটক করা হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে ৫২ জেলেকে আটক করা হয় বলে জানানো হয়।
তাদের মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে ৪৪ জনকে।
৪০ হাজার টাকা করে জরিমানা করা হয় বাকি আটজনকে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কর্মকার। তিনি জানান, মা ইলিশ রক্ষায় তারা বদ্ধপরিকর।
তাদের যৌথ অভিযান সব ধরনের প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে চলবে।
জেলেদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।