Friday, 12 December, 2025

কিভাবে ছাদের বাগানের জন্য টবের মাটি পরিবর্তন করবেন ?


ছাদ কৃষিতে টবের মাটি পরিবর্তন

ছাদ বাগানের টবের গাছে ভাল ফল পেতে টবের মাটি প্রতিবছর পরিবর্তন করতে হয়। নতুন বাগান শুরু করার ক্ষেত্রে ইচ্ছা করলে ১২ ইঞ্চি মাটির টব দিয়েই শুরু করা যায়। কিন্তু টবের মাটি প্রতিবছর পরিবর্তন করতে হয় ।

সাধারণত বর্ষার শেষে কাজটি করতে পারলে ভাল । শুরুতে কিছু বেলে দো-আঁশ অথবা দো-আঁশ মাটি দুই ভাগের সাথে একভাগ গোবর মিশাতে হবে ।

টবের সংখ্যা প্রতি যতটি টবের মাটি পরিবর্তন করতে হবে প্রতিটি টবের জন্য আনুমানিক ৪০ গ্রাম টি, এস , পি, ৪০ গ্রাম পটাশ , ১০০ গ্রাম হাড়ের গুঁড়া ১০ গ্রাম হারে সরিষার খৈল একত্রে মাটির সংগে মিশিয়ে পানি দিয়ে রেখে দিতে হবে দশ-বার দিন ।

আরো পড়ুন
পাহাড়ে বারি-৪ লাউ চাষে সাফল্য: কাপ্তাইয়ের রাইখালী গবেষণা কেন্দ্রে বাম্পার ফলন
লাউ চাষের বাম্পার ফলন

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাস্থ রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র (পিএআরএস) বারি-৪ জাতের লাউ চাষে বড় ধরনের সাফল্য Read more

গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের দামের কোনো সম্পর্ক নেইঃ কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ (বুধবার) ঘোষণা করেছেন যে, গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের Read more

যে টবের মাটি পরিবর্তন করতে হবে সেই গাছের টবের গাঁ ঘেঁষে ২ ইঞ্চি প্রস্থে এবং ৬-৮ ইঞ্চি গভীর করে মাটি ফেলে দিতে হবে ।

ছাদ কৃষিতে টবের মাটি পরিবর্তন
ছাদ কৃষিতে টবের মাটি পরিবর্তন

এখানে একটি ১৬-২০ ইঞ্চি টবের হিসাবে দেওয়া হল। টবের পূরানো মাটি সরিয়ে ঐ টবে নতুন প্রস্তুতকৃত মাটি দিয়ে ভরে দিতে হবে । আবার একবছর পর একই কাজ ।

শুধু রোজ নিয়মিত এবং পরিমিত পরিমানে পানি দিতে হবে গাছে । গাছ লাগানোর তিন মাস পর থেকে ১৫-২০ দিন অন্তর অন্তর খৈল পঁচা পানি পাতলা করে গাছের গোড়ায় দিলে ভাল ফল পাওয়া যায় । একবছরের মধ্যে এর বাইরে অন্য কোন সার দেওয়ার প্রয়োজন হবে না।

টবের মাটি তৈরির বিষয়ে জানতে আমাদের আগের লেখাটি পড়ুন’ ছাদে বাগান করতে টবের মাটি তৈরির নিয়ম

প্রতিবছর মাটি পরিবর্তন করলে গাছে কাঙ্ক্ষিত ফুল ও ফল ধরবে। বাগান করুন সুখি ও সুস্থ থাকুন।

লিখছেনঃ

আজনাবী সুলতানা নীলা
বি এস ইন এগ্রিকালচার, এম এস ইন এগ্রোফরেসট্রি & এনভাইরনমেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

One comment on “কিভাবে ছাদের বাগানের জন্য টবের মাটি পরিবর্তন করবেন ?

Shibu P Samadder

All information are very helpful. As a new gardener i will be very much benefited having such type of writting.

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ