Monday, 30 December, 2024

সর্বাধিক পঠিত

পুকুরে অক্সিজেনের অভাব হলে করণীয়

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষপুকুরে অক্সিজেনের অভাব হলে করণীয়
Mizan asked 3 years ago

বৃষ্টির দিনে পুকুরে মাছ ভেসে উঠে খাবি খায়। অনেক সময় মাছ মরে ভেসে উঠে । বৃষ্টির সময় বাতাসে ও পানিতে অক্সিজেনের পরিমান কমে যায়। এছাড়া পানিতে কিছু রাসায়নিক বিক্রিয়ার ফলে পানির পিএইচ এবং অন্যন্য ক্ষতিকারক গ্যাসের সৃষ্টি হয়। পুকুরে অক্সিজেনের অভাব হলে করণীয় কি ?

1 Answers

বৃষ্টির দিনে আকাশে মেঘ ঢেকে থাকলে বাতাসে অক্সিজেনের পরিমান কমে যায়। বাতাসে অক্সিজেন কমে গেলে পুকুরের পানিতে অক্সিজেন কমে যায়। মাছের অক্সিজেন ঘাটতে হয়। কিছু বিষয় লক্ষ রেখে কাজ করলে (Oxygen) অক্সিজেনের অভাবে মাছের মরন বা মর্টালিটি কমানো যায়।

পুকুরে অক্সিজেনের অভাব হলে করণীয়ঃ 

অক্সিজেনের অভাব হলে কি করবেন ? পুকুরে অক্সিজেনের অভাব হলে নিমোক্ত কাজ করলে পুকুরে মাছের মরন কমানো সম্ভব

১) পানি সরবরাহ- পুকুরে পানি সরবরাহের ব্যবস্থা থাকলে পানি ছেড়ে পানি যোগ করে পানি বাড়িয়ে দিন।

২) এরেশন দেয়া- পুকুরে এরেটর না থাকলে এরেটর দিতে হবে, এক্ষেত্রে পাতিল দিয়ে ঢেঊ তুলে অথবা বাশ দিয়ে পিটিয়ে পানিতে সাতার কেটে এরেশন করা যায়।

৩) মাছের ঘনত্ব কমানোঃ পুকুরে মাছের ঘনত্ব কমিয়ে দিন। পুকুরে মাছের ঘনত্ব বেড়ে গেলেও অক্সিজেন ঘাটতে হয়।

৪) কাদার পরিমান কমানোঃ পুকুরে ১ ফিটের বেশি কাদা থাকলে বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয়। ফলে অক্সিজেন ঘাটতে হয়। কাদা কমাতে না পারলে নিয়মিত হররা টানুন।

অক্সিজেনের অভাব হলে অক্সিজেন ট্যাবলেটের ব্যবহারঃ

এ ছাড়া পুকুরে অক্সিজেনের ঘাটতিতে আমরা কেমিক্যাল অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করা হয়। অক্সিজেন উৎপাদনে দানাদার ও ট্যাবলেট দুই ধরনের অক্সিজেন ট্যাবলেট বাজারে পাওয়া যায়।

জনপ্রিয় লেখা