Tuesday, 05 November, 2024

সর্বাধিক পঠিত

গরুর দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভার লক্ষন, প্রতিকার এবং চিকিৎসা

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনগরুর দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভার লক্ষন, প্রতিকার এবং চিকিৎসা
রিশিকেশ asked 3 years ago

গবাদিপশুর প্রসব কালীন এবং পরবর্তী সময়ে কিছু খেতে চায় না। এটাকে দুগ্ধ জ্বরের লক্ষন ? দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভার লক্ষন, প্রতিকার এবং চিকিৎসা নিয়ে আলোচনা করুন।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 3 years ago

 গরুর দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভার: প্রসবের সাথে সম্পর্কিত একটি বিপাকীয় রোগ। সাধারণতঃ অধিক দুগ্ধ দানকারী গাভী প্রসবের পর পরই এ রোগে আক্রান্ত হয়।
 
দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভার এর লক্ষণঃ
আক্রান্ত পশু কিছু খেতে চায় না মাথা স্থির রাখতে পারে না এবং জিহ্বা বের হয়ে আসে। পরবর্তিতে গাভী বুকে ভর দিয়ে শুয়ে পড়ে। মাথা একপাশে কাঁধের উপর ফেলে রাখে। গাভী চৈতন্য হারিয়ে ফেলে এবং অবশেষে মারা যায়।
 
দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভার হলে করণীয়ঃ
গর্ভবতী গাভীকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে। প্রসবকালীন শেষ মাস থেকে গাভীর খাদ্যে পরিমিত অনুপাতে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন-ডি এর সরবরাহ করতে হবে। অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসায় তাৎক্ষনিকভাবে রোগ নিরাময় ঘটে।
 
দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভারের চিকিৎসাঃ
ক্যালসিয়াম ইনজেকশন রোগের তীব্রতা ও পশুর ওজন অনুযায়ী শিরায় প্রযোগ করতে হবে।

জনপ্রিয় লেখা