Thursday, 25 April, 2024

সর্বাধিক পঠিত

বিড়াল পোষা বা পালন কি বৈধ?

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনবিড়াল পোষা বা পালন কি বৈধ?
Abdul Kuddus asked 3 years ago

ইসলামে বিড়াল পোষা নিয়ে মতামত কি আছে ? বিড়াল পালা কি বৈধ? শরীয়তমতে আমি কি বিড়াল পালন করতে পারব ?

1 Answers
farid answered 3 years ago

চলুন দেখি বিড়াল পালা নিয়ে ইসলাম কি বলে ?
বিড়াল পালা ইসলাম ধর্ম মতে বৈধ ?
বিড়াল পালা বৈধ। হাদিস শরিফে আছে, আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, \’জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়। সে বিড়ালটিকে বন্দি করে রাখে, এ অবস্থায় সেটি মারা যায়। সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে (নিজে) জমিনের পোকা-মাকড় খেতে পারে। \’ (সহিহ বুখারি, হাদিস : ৩৪৮২)
এ হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, কুরতুবি (রহ.) বলেছেন, এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়।  (ফাতহুল বারি : ৬/৪১২)এ ছাড়া আরো কিছু হাদিস রয়েছে, যা থেকে বিড়াল পালা জায়েজ প্রমাণিত হয়।
সূত্র : মাসিক আল-কাউসার

জনপ্রিয় লেখা