Tuesday, 03 December, 2024

সর্বাধিক পঠিত

ছাদ বাগান কি?

Ziaur asked 4 years ago

ছাদ বাগান, বারান্দা বাগান এবং উঠান বাগান নিয়ে আগ্রহ রয়েছে। ছাদ বাগান কি ? ছাদ বাগানে কি কি গাছ লাগানো যায় ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

ছাদ বাগান একটি সৌখিনতা, একটি আধুনিক বিশ্বের প্রয়োজনীয়তা।

সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে উঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান।

ছাদে বাগান কোনো নতুন ধারণা নয়। অতি প্রাচীন সভ্যতায়ও ছাদে বাগানের ইতিহাস চোখে পড়ে।

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানও ধারণা করা হয় বিভিন্ন ছাদ ও বারান্দার সমন্বয়ে তৈরি তবে ঐতিহাসিকভাবে এ উদ্যানের কোনো অস্তিত্ব পাওয়া না গেলেও তৎকালে বর্তমানে ইরাকের মসুল শহরের কাছেই আরেক ঝুলন্ত উদ্যানের নিদর্শন পাওয়া যায়।

ছাদ বাগানে কি গাছ উপযুক্ত

সব চারা ও গাছ ছাদ বাগানের জন্য উপযুক্ত না। যেমন

*  আম-বারিআম-৩ (আম্রপালি), বাউআম-২ (সিন্দুরী);

* পেয়ারা-বারি পেয়ারা-২, ইপসা পেয়ারা-১;

* কুল-বাউকুল-১, ইপসা কুল-১ (আপেল কুল), থাই কুল-২ ;

* লেবু-বারি লেবু -২ ও ৩, বাউ কাগজি লেবু-১;

* আমড়া-বারি আমড়া-১, বাউ আমড়া-১;

* করমচা-থাই করমচা;

* ডালিম (দেশী উন্নত);

* কমলা ও মাল্টা-বারি কমলা-১, বারি মাল্টা ১;

* জামরুল-বাউ জামরুল-১ (নাশপাতি জামরুল), বাউ জামরুল-২ (আপেল জামরুল) এসব।

* সবজি-লালশাক, পালংশাক, মূলাশাক, ডাঁটাশাক, কলমিশাক, পুঁইশাক, লেটুস, বেগুন, টমেটো, মরিচ, লাউ, শিম এসব।

সাধারণত ফল গাছের জন্য হাফ ড্রাম ব্যবহার করা উচিত।

জনপ্রিয় লেখা