Friday, 26 April, 2024

সর্বাধিক পঠিত

বাদাম খাবার উপকারিতা কি?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যবাদাম খাবার উপকারিতা কি?
Misu asked 3 years ago

বাদাম অনেক জনপ্রিয় একটি খাবার। অনেকে বলেন বাদাম অনেক উপকারী। তাই আমার প্রশ্ন হল বাদাম খাবার উপকারিতা কি ?

1 Answers

বাদাম সত্যিই খুব মজাদার এবং জনপ্রিয় ফল। প্রায় সকলেই বাদাম খুব পছন্দ করে। তবে বাদামের গুণ কিন্তু কম নয়। আসুন জেনে নিই বাদাম খাবার উপকারিতা গুলো-

    1. শরীরের জন্য উপকারী কোলেস্টেরল পাওয়া যায় বাদাম থেকে।
    2. বাদামে রয়েছে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন ও ইন্টারলিউকিন  যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
    3. ফাইবার সমৃদ্ধ বাদাম দূর করে হজমের গণ্ডগোল।
    4. বাদাম খেলে হৃদপিণ্ড সক্রিয় থাকে।
    5. নিয়মিত বাদাম খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। এমনকি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম।
    6. নিয়মিত বাদাম খেলে হাড় শক্ত থাকে।
    7. বাদামে থাকা প্রাকৃতিক তেল ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।
    8. বাদাম খেলে দাঁতের ক্ষয় প্রতিরোধ হয়।
    9. স্মৃতিশক্তি বাড়াতে বাদামের উপকারিতা প্রচুর।
    10. ওজন কমাতে সাহায্য করে বলে অনেকে মত দিয়েছেন।
    11. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
বাদাম

এছাড়াও আরও নানাবিধ উপকার রয়েছে। তবে অতিরিক্ত যে কোন খাবার ই যেমন খারাপ তেমনি অতিরিক্ত বাদাম খাবার অপকারিতাও রয়েছে। তবে পরিমিত ও নিয়মিত ভাবে বাদাম খেলে ভালো থাকবে শরীর ও মন।

জনপ্রিয় লেখা